Unilever logo

জামাকাপড়ে স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ? এই দুর্গন্ধ থেকে মুক্তি পেতে রইল কিছু উপায়

ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার পর সঙ্গে সঙ্গে হ্যাঙারে ঝুলিয়ে শুকোতে দেওয়া উচিত। কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না। ফলে জামাকাপড়ে বিশ্রি দুর্গন্ধ হয়।

নিবন্ধ আপডেট হয়েছে

জামাকাপড় কাচার জন্য ওয়াশিং মেশিনে দেওয়ার আগে ঈষদুষ্ণ গরম জলে এক কাপ ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখুন।

সবচেয়ে সহজ উপায় হল শুরু থেকেই দুর্গন্ধ দূর করার চেষ্টা করা। যদিও সব সময় তা সম্ভব হয় না এই উপায়গুলির যে কোনও একটি চেষ্টা করুন, যাতে জামাকাপড়ে দুর্গন্ধ হওয়ার বদলে সুগন্ধ ছড়ায়।

  • জামাকাপড়ের ভিতরের দিকে একটু ভিনিগার স্প্রে করে দিন। তারপর শুকোতে দিন।
  • মেশিনে জামাকাপড় শুকিয়ে একবার ঘুরিয়ে নিন। কাচার পর উষ্ণ গরম ড্রায়ারে কিছুক্ষণ জামাকাপড় রাখুন। দুর্গন্ধ দূর করতে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন।
  • জামাকাপড় সারা রাত ফ্রিজে রাখতে পারেন। তাতে পরের বার ধোয়ার আগে পর্যন্ত জামাকাপড় দুর্গন্ধমুক্ত থাকবে।
  • ওয়াশিং মেশিনে কাচার সময় উষ্ণ গরম জল ব্যবহার করুন। তাতে এক কাপ ভিনিগার ঢেলে দিন। কাচা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুকোতে দিতে ভুলবেন না।

নির্মল শ্বাস নিন এবং সতেজ জামাকাপড় উপভোগ করুন।

নিবন্ধটি মূলত প্রকাশিত