Unilever logo

অনুষ্ঠান উপলক্ষ্যে কীভাবে আপনার টাঙ্গাইল শাড়ি প্রস্তুত করবেন

বাঙালি সংস্কৃতির পরম্পরায় সবার হৃদয়ে টাঙ্গাইল শাড়ি একটা বিশেষ স্থান ধরে রেখেছে। আর তাই অনুষ্ঠান উপলক্ষ্যে কীভাবে আপনার টাঙ্গাইল শাড়ি ব্যবহারের জন্য প্রস্তুত করতে পারেন সেটা এখানে দেওয়া হলো।

নিবন্ধ আপডেট হয়েছে

How to Get Your Tangail Saree Occasion-Ready

টাঙ্গাইল শাড়ি হলো তাঁতের এক অভিনব বৈচিত্র্যের নিদর্শন। টাঙ্গাইল শাড়ির পুরোটাই হাতে বোনা হয়। ফলে এটার বিশেষ যত্ন দরকার। এই রচনায়, আপনার আসন্ন অনুষ্ঠান বা পার্টির জন্যে কীভাবে আপনার টাঙ্গাইল শাড়ি ব্যবহারের জন্য প্রস্তুত রাখবেন, সেটা আমরা আপনাকে জানাবো।

ধাপ 1 : আলগা ধুলো ঝেড়ে ফেলুন

নরম দাঁড়ার ব্রাশ দিযে যে-কোনো আলগা ধুলো ঝেড়ে ফেলুন।

ধাপ 2 : ক্লিনিং সলিউশন বানান

যে-কোনো দাগের ক্ষেত্রে, এক বাটি ঈষদুষ্ণ জলে 1 চা-চামচ ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে পাতলা সলিউশন বানান।

ধাপ 3 : দাগগুলোর পরিচর্যা করুন

এই সলিউশনে একটা পরিষ্কার স্পঞ্জ ভিজিয়ে নিন আর নিংড়ে বাড়তি সলিউশন বের করুন। তারপর হালকাভাবে ঘষে দাগ পরিষ্কার করুন। এবার একটা পরিষ্কার কাপড় নিন আর সেটা দিয়ে রগড়ে বাড়তি ময়শ্চার শুষে নিন।

ধাপ 4 : সযত্নে ইস্ত্রি করুন

আপনি যদি আপনার শাড়ি ইস্ত্রি করেন, তাহলে শাড়ির ওপরে এবং নীচে একটা কাপড় রাখুন, তারপর কম হিট সেটিংয়ে ইস্ত্রি করুন। এটা তাঁতের শাড়ি বলে, এর বিশেষ যত্ন নেওয়া দরকার।

ধাপ 5 : ঠিকমতো গুছিয়ে রেখে দিন

ঢিলে ভাবে শাড়ি ভাঁজ করুন আর ব্যবহার করার দিন পর্যন্ত গুছিয়ে রেখে দিন।

এই ধাপে ধাপে প্রক্রিয়া ব্যবহার করুন আর নিমেষে নতুনের মতো অবস্থায় আপনার শাড়ি পান।

নিবন্ধটি মূলত প্রকাশিত